‘ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব’
৭ অক্টোবর ২০২০ ১৯:৫৯ | আপডেট: ৮ অক্টোবর ২০২০ ০১:১২
ঢাকা: প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব সরকার। চলমান কোাভিড-১৯ মহামারির ফলে সৌদি আরব থেকে প্রায় ৫০ হাজার প্রবাসী কর্মী দেশে এসে আটকে পড়েন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এই কর্মীরা সেখানে ফিরতে না পারায় তাদের মধ্যে হতাশা কাজ করছিল।
বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সুখবর পাওয়া গেছে, সৌদি আরব সরকার প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে।
এর আগে, গত মাসের শেষের দিকে সৌদি আরবের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সৌদি সরকার ভিসার মেয়াদ বাড়াতে রাজি হয়েছে এবং বিমান চলাচলেও ইতিবাচক সাড়া দিয়েছে। এরই মধ্যে বিমা চলাচল শুরু হয়েছে এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।