Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছর শেষেই মিলবে করোনা টিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


৭ অক্টোবর ২০২০ ১৪:৫৭

চলতি বছরের শেষ নাগাদ মিলবে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা – এমন আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডিরেক্টর জেনারেল (ডিজি) টেড্রোস আধানম গেব্রেইসাস।

বৈশ্বিক মহামারি নিয়ে ডব্লিউএইচও নির্বাহী পরিষদের দুইদিনব্যাপী বৈঠকের সমাপণী ভাষণে মঙ্গলবার (৬ অক্টোবর) টেড্রোস বলেন, টিকাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এ বছরের শেষ নাগাদ টিকা মিলে যেতে পারে, সেই আশা আছে।

এদিকে, করোনা টিকার সহজলভ্যতা এবং সমবন্টন নিশ্চিত করতে বিশ্ব নেতাদেরকে একতাবদ্ধ হওয়ার এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও’র ডিজি।

তিনি জানিয়েছেন, পরীক্ষা চলছে এমন ৯ করোনা টিকা ডব্লিউএইচও পরিচালিত কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস (কোভ্যাক্স) ফ্যাসিলিটির আওতায় আসছে। কোভ্যাক্স’র লক্ষ্য ২০২১ সালের শেষ নাগাদ ২০০ কোটি ডোজ টিকা বন্টন করা।

অন্যদিকে, এ পর্যন্ত কোভ্যাক্স উদ্যোগে সামিল হয়েছে ১৬৮ দেশ। তবে, চীন বা যুক্তরাষ্ট্র কেউই এই উদ্যোগের সঙ্গে নেই।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বলেছে, তারা টিকা প্রস্তুতকারকদের কাছ থেকে টিকা সরবরাহ নিশ্চিত করতে দ্বি পক্ষীয় চুক্তির ওপরই নির্ভর করছে, কোন বৈশ্বিক চুক্তিতে যেতে তারা নারাজ।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ২০১৯ সালের শেষ দিকে নভেল করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বজুড়ে তিন কোটি ৬০ লাখ ৭৬ হাজার ৮৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ লাখ ৫৫ হাজার ১৬১ জন। এছাড়া, দুই কোটি ৭১ লাখ ৬৮ হাজার ৫১৮ জন করোনা থেকে সেরে উঠে নিয়মিত জীবনে ফিরে গেছেন।

বিজ্ঞাপন

করোনা টিকা করোনা ভ্যাকসিন কোভিড-১৯ টেড্রোস আধানম গেব্রেইসাস নভেল করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর