রাবির ৪ শিক্ষার্থীর ক্যামরায় ধরা পড়ল বিরল রিং প্রজাপতি
৭ অক্টোবর ২০২০ ১০:৪৩ | আপডেট: ৭ অক্টোবর ২০২০ ১৫:১১
রাজশাহী বিশ্ববিদ্যালয়: পাখনায় গোল গোল কালো চাকতিওয়ালা প্রজাপতির তিনটি প্রজাতির সন্ধান ছিল এতদিন। যাদেরকে রিং জাতীয় প্রজাপতি বলা হয়ে থাকে। এবার সেই রিং জাতীয় প্রজাপতির তালিকায় যুক্ত হলো আরেকটি প্রজাতি। বিষয়টি দাবি করছেন, রাজশাহীর ‘হাইটেবিল‘ নামের একদল ফটোগ্রাফার।
ওই দলের চার সদস্যরা হলেন- আকাশ মজুমদার, মাহমুদুল হক ওলি, তুষার ইসলাম ও ইমরুল কায়েস। এদের সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গত ১ অক্টোবর রাজশাহীর পদ্মাপাড়ের শিমলা এলাকায় এই প্রজাপতির সন্ধান পান তারা। প্রজাপতির সন্ধান পেয়েই ‘হাইটেবিল’ গ্রুপ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বিষয়টি জানান। নতুন সন্ধান পাওয়া প্রজাপতির বৈজ্ঞানিক নাম ‘ইপথিমা অ্যাস্টেরোপ’ (Ypthima asterope)।
ইমরুল কায়েস বলেন, ‘প্রজাপতির বেশকয়েকটি পরিবার আছে। এটি ব্রাস্টফুটেড বাটারফ্লাইয়ের পরিবারের মধ্যে পড়ে। ব্রাস্টফুটেডের মধ্যে কয়েকটা আছে রিং। যার বিশেষত্ব হলো, এদের পাখনা বাদামি রঙের এবং পাখনার উপরে কালো রঙের গোল গোল চাকতি থাকে। বাংলাদেশে রিং জাতীয় প্রজাপতির মধ্যে তিনটি রেকর্ডেড। যার দুইটা প্রায়ই দেখা যায়, আরেকটা খুব কম চোখে পড়ে। নতুন এই প্রজাপতির মাধ্যমে বাংলাদেশে রিং প্রজাতির সংখ্যা দাঁড়ালো চারটি।’
ইমরুল কায়েস বলেন, ‘হাইটেবিল গ্রুপটি মাছ, প্রজাপতি, ফড়িং, পোকামাকড়, পাখি নিয়ে আমরা স্টাডি করি। আমরা দীর্ঘদিন ধরেই এই প্রজাতির প্রজাপতি খুঁজছিলাম। সন্দেহ ছিলো বর্ডারের ওপাশে যেহেতু আছে সেহেতু বাংলাদেশেও থাকতে পারে। অবশেষে সেটির সন্ধান পেলাম।’
টপ নিউজ ফটোগ্রাফার বিরল রাজশাহী বিশ্ববিদ্যালয় রিং প্রজাপতি হাইটেবিল