Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইসেন্স জামানতের ৫০% শতাংশ অর্থ ফেরত পাবে হজ ও ওমরাহ এজেন্সি


৭ অক্টোবর ২০২০ ০৯:৫৭

ঢাকা: করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত হজ ও ওমরাহ এজেন্সিগুলোর লাইসেন্সের জামানতের ৫০ শতাংশ অর্থ শর্ত সাপেক্ষে ফেরত দেবে সরকার। যারা এই প্রণোদনা সুবিধা পেতে চান তাদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আবেদনের পরিপ্রেক্ষিতে এজেন্সিগুলোকে হজ ও ওমরাহ লাইসেন্সের জামানতের ৫০ ভাগ টাকা শর্ত সাপেক্ষে কর্জে হাসনা (ফেরতযোগ্য) হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই অর্থ পেতে আগ্রহী হজ ও ওমরাহ এজেন্সিকে এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে হজ ও ওমরাহ উভয় এজেন্সি কর্তৃক মন্ত্রণালয়ে রক্ষিত ও লিয়েনকৃত জামানতের ২০ লাখ টাকার ৫০ শতাংশ বা ১০ লাখ টাকা আগামী ৩১ অক্টোবরের মধ্যে ফেরত দিয়ে সমন্বয় করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয় কর্তৃক সংযুক্ত ছকে আগ্রহী হজ ও ওমরাহ এজেন্সিকে আবেদন করতে হবে। জামানতের ৫০ শতাংশ (ফেরতযোগ্য) অর্থ নির্ধারিত সময়ের মধ্যে যুগ্ম-সচিব হজ বরাবরে ফেরত দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স সরাসরি বাতিল করা হবে।

তবে যে সকল হজ ও ওমরাহ এজেন্সি আজ পর্যন্ত জামানতের অবশিষ্ট ১০ লাখ টাকা প্রদান করেনি বা যে সকল এজেন্সির লাইসেন্স বাতিল/ স্থগিত বা জামানত বাজেয়াপ্তসহ বিভিন্ন প্রকার শাস্তি বিদ্যমান রয়েছে বা ধার্যকৃত জরিমানার অর্থ পরিশোধ করেনি বা আদালতের রিট/মামলা চলমান সেসব এজেন্সি আবেদন করতে পারবে না।

বিজ্ঞাপন

৫০ শতাংশ জামানত প্রণোদনা লাইসেন্স হজ ও ওমরাহ এজেন্সি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর