Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির খোঁজে গিয়ে জিম্মি ২ তরুণী, ৯৯৯-এ ফোন দিয়ে উদ্ধার


৬ অক্টোবর ২০২০ ২২:১২

চট্টগ্রাম ব্যুরো: পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে জিম্মি হওয়া দুই তরুণী জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে নিজেকে রক্ষা করেছেন। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক নারীসহ দু’জনকে গ্রেফতারও করেছে।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার জি-ব্লকে এমিরেটাস প্যালেস নামে একটি ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ দুই তরুণীকে উদ্ধার করে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, এসময় মো. দেলোয়ার (২৫) ও শাহীনা আকতার (২৪) নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি নেজাম সারাবাংলাকে বলেন, ‘ঘটনার শিকার ‍দুই তরুণী ফুপাত-মামাত বোন। তারা কর্ণফুলী ইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। করোনাভাইরাসের সংক্রমণের পর তাদের চাকরি চলে যায়। বেকার দু’জনকে তাদের এক সহকর্মী চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে শাহীনার সঙ্গে পরিচয় করিয়ে দেন। গত শনিবার রাতে শাহীনা তাদের ডেকে নিয়ে যান বাসায়। এরপর দেলোয়ার, রাকিব ও শওকত মিলে তাদের জিম্মি করে রাখেন। তাদের জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করে। সোমবার রাতে এক তরুণী ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের আকুতি জানান। তখন আমরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করি এবং দু’জনকে গ্রেফতার করি।’

চট্টমেট্রো জরুরি নাম্বার