Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগমগঞ্জের ঘটনায় বিচার চেয়ে ছাত্রলীগের মোমবাতি পদযাত্রা


৬ অক্টোবর ২০২০ ২১:০০

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে মোমবাতি হাতে পদযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।

পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পদযাত্রা শুরুর আগে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘ধর্ষকের কোনো দল-মত নেই। সে যেই হোক না কেন, আমরা তার কঠোর শাস্তি চাই। আজ আমরা আঁধারের বিরুদ্ধে আলোক মিছিল করে সেই বার্তাটি দিতে চাই।’

গৃহবধূকে নির্যাতন ছাত্রলীগের মোমবাতি পদযাত্রা নোয়াখালীর বেগমগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর