শিশু ধর্ষণের অভিযোগে ৭৪ বছরের বৃদ্ধ গ্রেফতার
৬ অক্টোবর ২০২০ ১৮:০১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতারের করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
সোমবার (৫ আগস্ট) রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সাধন বড়ুয়া (৭৪) ওই গ্রামের মৃত জামিনী বড়ুয়ার ছেলে, বলে জানিয়েছে র্যাব।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে জানান, রাঙ্গামাটি থেকে বাবার সঙ্গে বেড়াতে আসা মেয়েটিকে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ফুসলিয়ে সাধন ধর্ষণ করে। ঘটনা জানাজানির পর মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার রাউজান থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে র্যাব রাতে অভিযান চালিয়ে সাধনকে গ্রেফতার করে।