Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব পেলে ৩ মাসে ধর্ষণ নির্মূল— চ্যালেঞ্জ বিদিশার


৬ অক্টোবর ২০২০ ১৬:৫৪

ঢাকা: সরকার আন্তরিক থাকলে ধর্ষণের মতো জঘন্য অপরাধকে চিরতরে মুছে ফেলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এ অবস্থায় দায়িত্ব পালনে সমর্থ না হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন— প্রশাসনিকভাবে তার ওপর ক্ষমতা অর্পণ করলে তিন মাসের মধ্যে ধর্ষণ নির্মূল করবেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই চ্যালেঞ্জ দিয়েছেন বিদিশা। সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন ও তার ভিডিও ধারণ করে প্রকাশসহ সারাদেশে প্রায় প্রতিদিনই একাধিক ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে স্ট্যাটাসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিদিশা।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, আমি হলফ করে বলতে পারি— সরকার যদি আন্তরিক হয়, তাহলে ধর্ষণের মতো জঘণ্য অপরাধ বাংলাদেশের বুক থেকে চিরতরে মুছে ফেলা সম্ভব। আসলে রাষ্ট্রযন্ত্র বিকল হয়ে গেছে, পচে গেছে রাষ্ট্রের সব সচল ইউনিটগুলো। কে কার কথা ভাবছেন? সবাই নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত। কে কাকে ধর্ষণ করলো বা কে ধর্ষণের শিকার হলো— তা জেনে লাভ কী?

এরকম অপরাধ দমন করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিদিশা। তিনি লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনার ওপর ন্যস্ত। আপনি যদি তা পালন করতে ব্যর্থ হন, তাহলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। এভাবে আর কত তামাশা দেখবে জাতি? আপনাকে মনে রাখতে হবে, আপনি কোনো দলের দায়িত্ব পালন করার জন্যই এই আসনটিতে বসেননি, গোটা জাতির নিরাপত্তা আপনার হাতে। নিজের পরিবারের কথা, দেশের নিরীহ মানুষের কথা চিন্তা করে আপনাকে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা উচিত। আর যদি আপনি অপারগতা প্রকাশ করেন, তাহলে নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করুন।’

দায়িত্ব পেলে তিন মাসের মধ্যে ধর্ষণ নির্মূলের চ্যালেঞ্জ জানিয়ে বিদিশা লিখেন, ‘গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই— স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ ক্ষমতা বলে আমাকে মাত্র তিন মাসে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করুক, আমি বাংলাদেশ থেকে ধর্ষণ নামক শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিতে পারব বলে আমার বিশ্বাস।’

বিদিশা আরও লিখেছেন, পরিশেষে বলতে চাই, মানববন্ধন আর মিটিং-মিছিল করে ধর্ষণ দমানো সম্ভব নয়। ধর্ষণ কমাতে হলে ধর্ষকদের সমূলে উৎপাটন করতে হবে।

৩ মাসে ধর্ষণ নির্মূল এম সি কলেজ টপ নিউজ ধর্ষণ ফেসবুক স্ট্যাটাস বিদিশা এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর