Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ জনে ১ জন করোনা আক্রান্ত – ডব্লিউএইচও’র আশঙ্কা


৬ অক্টোবর ২০২০ ১২:০২ | আপডেট: ৬ অক্টোবর ২০২০ ১৪:১৯

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বিশ্বে প্রতি ১০ জনে একজন হয়ত এরই মধ্যে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণ বিশ্বের বৃহৎ জনগোষ্ঠীকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। খবর রয়টার্স।

সোমবার (৫ অক্টোবর) ডব্লিউএইচও’র নির্বাহী পরিষদকে এই আশঙ্কার কথা জানান সংস্থাটির জরুরি অবস্থা মোকাবিলা বিভাগের পরিচালক মাইক রায়ান।

তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কোভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সংক্রমণ ও মৃত্যু বাড়ছে ইউরোপের কিছু কিছু অংশ এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলেও ।

রায়ান বলেন, এ পর্যন্ত তাদের হাতে যে পরিসংখ্যান রয়েছে তা অনুসারে এরই মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ করোনা আক্রান্ত হয়েছেন। দেশভেদে আক্রান্তের হার ভিন্ন। গ্রামে ও শহরে আক্রান্তের হার আলাদা। বয়স ভিত্তিতেও আক্রান্তের হারে তারতম্য রয়েছে। তবে মোদ্দা কথা হচ্ছে, বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী এখনও করোনাকে কেন্দ্র করে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়ে গেছে।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ এখনও অব্যাহত আছে। বিশ্ব ধীরে ধীরে কঠিন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে।

এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়। যা এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে।

এ রোগ সম্পর্কে আরও বিশদভাবে জানতে ভাইরাসের উৎপত্তি স্থল চীনে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় ডব্লিউএইচও। তাই চীনের অনুমতির জন্য সংস্থাটির পক্ষ থেকে বিশেষজ্ঞদের একটি তালিকা দেশটির সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন রায়ান।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মাইক রায়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর