Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগমগঞ্জের ঘটনায় দোষীদের নজিরবিহীন শাস্তি হোক: ফখরুল


৬ অক্টোবর ২০২০ ০০:৪১ | আপডেট: ৬ অক্টোবর ২০২০ ১২:৪১

ফাইল ছবি

ঢাকা: নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় দোষীদের নজিরবিহীন শাস্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের আমলে নারী ও শিশু নির্যাতনের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। দেশে আইন-কানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের মচ্ছব চলছে।’

বিজ্ঞাপন

নারী ও শিশু নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নারী ও শিশুদের ওপর অত্যাচার ও নির্যাতনকারীরা মানুষ নামের কলঙ্ক, এরা বন্য পশুর চেয়েও নিকৃষ্ট। সরকারের দুঃশাসনের ফলে এ ধরনের মনুষ্যত্বহীন ঘটনা ক্রমবর্ধমান হারে বাড়ছে। নারী ও শিশু নির্যাতনের মতো পাশবিকতায় দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তারা আরও বেশি উৎসাহিত হচ্ছে।’

ফখরুল বলেন, ‘বিভীষিকাময় দুঃশাসনের এক ভয়াল রূপ গোটা দেশকে গ্রাস করে ফেলেছে। এখন দুষ্কৃতিকারীরা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে সংঘটিত নারীর ওপর বর্বরোচিত হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সারাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। দেশবাসী আশা করে, এই অমানুষদের নজিরবিহীন শাস্তি হোক।’

ফাইল ছবি

নজিরবিহীন শাস্তি দাবি নারীকে বিবস্ত্র করে নির্যাতন বেগমগঞ্জ মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর