Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষার দিনক্ষণ জানা যাবে এ সপ্তাহে


৫ অক্টোবর ২০২০ ২১:২৭

ঢাকা: মহামারি কোভিড-১৯-এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এইচএসসি পরীক্ষার আয়োজন করতে চায় সরকার। সে লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতিও নিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহেই জানা যাবে কবে থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।

সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘চলতি সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবারে এইচএসসি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত জানানো হবে।’

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, এইচএসসি পরীক্ষা কবে আয়োজন করা যায় সে বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে চলতি সপ্তাহেই জানা যাবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। শিক্ষার্থীদের নিরাপদ রাখতে গত ১৭ মার্চ থেকে দেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদরাসা খুলে দেওয়া হলেও বন্ধ থাকার সিদ্ধান্ত রয়েছে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

এইচএসসি করোনা টপ নিউজ পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর