Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণকাণ্ডে মাঠ গরমের চেষ্টায় বিএনপিকে দেখছেন মাহতাব


৫ অক্টোবর ২০২০ ২০:৪২

চট্টগ্রাম ব্যুরো: দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাকে ইস্যু করে বিএনপি মাঠ গরমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

সোমবার (৫ অক্টোবর) নগরীর পাঁচলাইশ সাংগঠনিক ওয়ার্ডের তিনটি ইউনিটে পৃথক সভায় তিনি এ অভিযোগ করেন।

মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের যেসব লোমহর্ষক ঘটনা ঘটছে, এর বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। এসব ঘটনার প্রতিবাদে দেশ উত্তাল হয়েছে। কিন্তু এর মধ্যে বিএনপি ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে। এসব ঘটনাকে ইস্যু বানিয়ে বিএনপি মাঠ গরম করার চেষ্টা করছে। অথচ আমরাও চাই, এসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক।’

একই সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘কিছু বিপথগামী তরুণ যারা ছাত্রলীগ-যুবলীগে ঢুকে নষ্ট খবরের শিরোনাম হচ্ছে। তারা সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। দলের ভেতর এদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়ে দুষ্কর্মে সহযোগিতা করছে, তাদেরও আইনের আওতায় এনে সরাসরি অপরাধীদের মতোই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের চিরতরে দল থেকে বহিষ্কার করতে হবে। এটা করতে পারলে আওয়ামী লীগ ও বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থায় কোনো ফাটল ধরবে না।’

যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াত দুবাই ও লন্ডনে বসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে গোপন বৈঠক করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়। আগামী চসিক নির্বাচনে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মাটি ও মানুষের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে।’

বিজ্ঞাপন

পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন এ-ইউনিটের সভাপতি আবুল কালাম আবু, বি-ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি ওমর আলী, সি-ইউনিটের সভাপতি হাজী রফিক উদ্দিন পৃথক সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী ও হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য গাজী শফিউল আজিম, মহব্বত আলী খান, সাইফুদ্দীন খালেদ বাহার, হাজী জাফর আলম চৌধুরী ও হাজী বেলাল আহমদ।

ধর্ষণ বিএনপি মাহতাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর