Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা


৫ অক্টোবর ২০২০ ১৮:৪০

ঢাকা: পরিমাপে কারচুপির অপরাধে দুই পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মহাখালী এলাকায় বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।

মহাখালী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখতে পায় মেসার্স তশোফা এন্টারপ্রাইজ জ্বালানি তেল পরিমাপে দুটি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে অকটেন ৯০ মিলি ও ডিজেল ৭০ মিলি লিটার করে কম দিচ্ছে। একই এলাকার মেসার্স রয়েল ফিলিং স্টেশনের আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট ছিল না। ফলে ওই পাম্প দুটিকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলোর সাহায্যে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান-এর নেতৃত্ব সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমেদ ও পরিদর্শক মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন।

পাম্প পারমাপ পেট্রোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর