Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসা বাড়াতে বাংলাদেশ-ইন্দোনেশিয়ায় সমঝোতা সই


৫ অক্টোবর ২০২০ ১৭:৩৭

ঢাকা: ব্যবসা বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দুটির শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। কৃষি, জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ও আইসিটিসহ বিভিন্ন খাতের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে এই চুক্তি করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এফবিসিসিআই ক্লাউড কনফারেন্সের মাধ্যমে ইন্দোনেশিয়ায় ব্যবসায়ী সংগঠন ইন্দোনেশিয়ান চেম্বারস অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (কাদিন ইন্দোনেশিয়া)-এর সঙ্গে সমঝোতা সই হয়।

বিজ্ঞাপন

ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে দুই দেশের শীর্ষ ব্যবসায়ীরা সংযুক্ত ছিলেন।

স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্য সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও রয়েছে। এই সম্পর্ককে আরও উন্নত করা যেতে পারে। গেল অর্থবছরে দুই দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ছিল ১.৮ বিলিয়ন ডলার, যা প্রবৃদ্ধির দিক থেকে খুবই ইতিবাচক। এটি ভবিষ্যতে আরও বাড়ানো যেতে পারে।’

তিনি বলেন, ‘বিশ্বের বহুজাতিক কোম্পানিগুলোর বিনিয়োগের গন্তব্যের প্রধান পাঁচটি দেশের মধ্যে একটি বাংলাদেশ। ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরাও এখানে বিনিয়োগ করতে পারেন। বিশেষত টেকনোলজি ও নলেজ শেয়ারের ক্ষেত্রে তারা এগিয়ে আসতে পারেন। কৃষি, জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ও আইসিটিসহ বিভিন্ন খাতে দুদেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়তে পারে।’

ফাহিম আরও বলেন, ‘করোনার প্রভাব কাটিয়ে উঠতে আমাদের সরকার কাজ করছে। বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ব্যবসা বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির বলেন, ‘দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় এখনো এমন অনেক খাত অচিহ্নিত রয়েছে। আমরা প্রচলিত খাতসহ অন্যান্য খাতের ব্যবসা প্রসারেও কাজ করে যাচ্ছি৷ এই সমঝোতার ফলে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার ব্যবসা আরও বাড়বে। আর দুই দেশের ব্যবসা বাড়াতে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা প্রেফারেন্সিয়াল ট্রেড এগিমেন্ট (পিটিএ) শিগগিরই করা হবে।’

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো বলেন, ‘সর্বশেষ অর্থবছরে দুই দেশের মধ্যে সর্বোচ্চ ব্যবসা বাণিজ্য হয়েছে। ২০১৬ সালের চেয়ে ২০১৯ সালে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের জন্যে ইন্দোনেশিয়ায় বড় বাজার রয়েছে। দুই দেশেই দুই দেশের পণ্যের চাহিদা রয়েছে। এই সমঝোতার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য পূর্বের চেয়ে আরও ভালো অবস্থানে পৌঁছাবে।’

ইন্দোনেশিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (কাদিন ইন্দোনেশিয়া)’র সভাপত রোসান পারকাস্তা বলেন, ‘এই সমঝোতার ফলে দুই দেশই উপকৃত হবে।’

ইন্দোনেশিয়া বাণিজ্য বাংলাদেশ ব্যবসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর