Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে


৫ অক্টোবর ২০২০ ১৬:৫৩

ঢাকা: পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে দিনের লেনদেন হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে নেমে আসে। একই অবস্থা দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ১৪৬ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। তবে দিন শেষে উভয় পুঁজিবাজারে আর্থিক লেনদেন বেড়েছে।

বিজ্ঞাপন

সোমবার ডিএসইতে ৩৫৭টি প্রতিষ্ঠানের ৩৬ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৩৭৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৬৫টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৫ পয়েন্টে অবস্থান করছে। দিনশেষে ডিএসইতে ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ২৮০টি প্রতিষ্ঠানের ১ কোটি ২৩ লাখ ৪২ হাজার ১২৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৬২টির, কমেছে ১৯০টির এবং ২৮টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ১৪৬ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ৩৬ কোটি ৪৮ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।

পুঁজিবাজার মিউচুয়াল ফান্ড লেনদেন শেয়ার সূচক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর