Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাড়ায়-পাড়ায় নিপীড়নবিরোধী কমিটি গড়ে তোলার আহ্বান এম এ আউয়ালের


৫ অক্টোবর ২০২০ ১৫:৪৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২০ ১৬:৪৪

ঢাকা: সারাদেশে অব্যাহতভাবে নারী নিপীড়ন, খুন-ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জের একজন নারীকে বিবস্ত্র করে ধর্ষণচেষ্টার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

তিনি বলেন, ‘সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নারী নিপীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে সারাদেশের পাড়ায়-পাড়ায় তরুণ-যুবা ও অভিজ্ঞদের নেতৃত্বে নারী নিপীড়নবিরোধী কমিটি গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) বিকালে রাজধানীর কলাবাগান কার্যালয়ে আয়োজিত দলের বৈঠকে এসব কথা বলেন এম এ আউয়াল।

সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীর উপর যেভাবে নির্যাতন হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি সভ্যদেশে এই ধরনের নিপীড়ন আর সহ্য করার সুযোগ নেই। বেগমগঞ্জের নিপীড়নের পেছনে যাদের যুক্ততা আছে, তাদের প্রত্যেককে দ্রুত গতিতে বিচারের আওতায় এনে সাজা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নারীর উপর পৈশাচিক নির্যাতনের জন্য এই সন্ত্রাসীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আপামর জনতার পক্ষ থেকে এই দানবদের ফাঁসি দাবি করছে। ফাঁসির মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হলেই বাংলাদেশের মানুষ শান্তি পাবে।’

এম এ আউয়াল দাবি করেন, নির্যাতনের শিকার নোয়াখালীর বেগমগঞ্জের ওই নারীকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

ইসলামিক গণতান্ত্রিক পার্টির বৈঠকে দলের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা ঘটনার বিচার দাবি করেন ও তীব্র নিন্দা জানান।

ইসলামী গণতান্ত্রিক পার্টি এম এ আউয়াল খুন-ধর্ষণ

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর