সরকারি কর্মচারী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন
৫ অক্টোবর ২০২০ ১৬:২১ | আপডেট: ৫ অক্টোবর ২০২০ ১৭:৩৬
কিশোরগঞ্জ: জেলার করিমগঞ্জের গণপূর্ত বিভাগের কর্মচারী আব্দুর রহমান হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৮ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- কাশেম, নজরুল, লিটন, সাত্তার। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- খোকন, সিরাজ, কান্তু মিয়া ও সাহেদ। আসামিদের প্রত্যেকের বাড়ি করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামে।
আদালতে বাদি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু সাইদ ইমাম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।
মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামে বাদি নূরুন্নাহারের বসত ঘরে ২০০৬ সনের ২২ এপ্রিল রাত ১টার দিকে ডাকাতি করতে যায় আসামিরা। এসময় বাধা দিলে বাদির স্বামীকে ছুরিকাঘাতের হত্যা করা হয়। এতে বাদি নূরুন্নাহারও আহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৩ এপ্রিল করিমগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এএসপি রফিকুল ইসলাম মামলার সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।