Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে গৃহবধূকে ধর্ষণ, ইতালিফেরত প্রবাসী গ্রেফতার


৫ অক্টোবর ২০২০ ১৪:২৯ | আপডেট: ৫ অক্টোবর ২০২০ ১৬:০৫

সাভার: চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইতালিফেরত এক প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রবাসী ওই ধর্ষকের নাম সাদিকুর রহমান সেলিম (৫০)। করোনা মহামারি শুরু হলে ইতালির ভেনিস থেকে দেশে ফিরে আটকা পড়েছিলেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে আত্মগোপনে থাকা ওই প্রবাসীকে কৌশলে নিজের বাসায় ডেকে নিয়ে গ্রেফতা করে পুলিশ। এর আগে, নারী ও শিশু নির্যাতন আইনে ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

নির্যাতিতা ওই নারী জানান, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তাকে বিয়েরও প্রস্তাব দেন ওই প্রবাসী। সেটা না মানায় এক পর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে নানাভাবে নাজেহাল করেন তিনি। নিরুপায় হয়ে ওই নারী রোববার রাতে ফোন করেন জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে। সাভার মডেল থানার সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার তৎপর হয় থানা পুলিশ।

আসামির গ্রেফতার দাবিতে সকাল থেকেই তার বাসার সামনে অবস্থান নেন ভুক্তোভোগী ওই নারী। সেখানে সাদা কাগজে লিখে বিচার চান তিনি।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নাজিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ওই নারীর সাথে প্রবাসীর যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের নানা আলামত পাওয়া গেছে। এমনকি তিনি ওই নারীকে সঙ্গে করে ইসলামী ব্যাংক সাভার শাখায় নিয়ে গেছেন। সেখানে তার নামে একটি হিসাব খুলে সেই নারীর হিসেবে নগদ সাড়ে চার লাখ টাকা জমা করে আবার উত্তোলন করেও নিয়ে গেছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিষয়টি স্পর্শকাতর। আসামিকে আদালতে চালান করা হয়েছে।

ইতালি করোনা মহামারি টপ নিউজ ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর