মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ বন্ধুকে আটক
৫ অক্টোবর ২০২০ ০৪:৪৯ | আপডেট: ৫ অক্টোবর ২০২০ ১২:০৮
হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় তাদের আটক করা হয়েছে। আটক শাকিল মিয়া (২২) চুনারুঘাট উপজেলার দীপছড়া এলাকার সফিক মিয়ার ছেলে এবং তার বন্ধু হারুন মিয়া (২৫) একই এলাকার রেজ্জাক মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) চম্পক ধাম দু’জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দু’জনকে এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হবে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।
পুলিশ জানায়, গত শুক্রবার ভোরে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে ডাকাতি করতে গিয়ে ওই বাড়ির গৃহকর্ত্রী ও তার মেয়েকে ধর্ষণ করে মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার বিকেলে তাদের আটক করে।
এদিকে, ধর্ষণের শিকার মা ও মেয়েকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।