Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লগার নিলয় হত্যা: ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট


৪ অক্টোবর ২০২০ ১৯:১৯ | আপডেট: ৫ অক্টোবর ২০২০ ০৩:৪৭

ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় ১৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে রমনা জোনাল টিম।

রোববার (৪ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস আদালতে এ চার্জশিট জমা দেন। ঢাকা মেট্রোলিট ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম চার্জশিটটি দেখেছেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন— মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হক জিয়া, মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খাঁন, মো. কামাল হোসেন সরদার,  মাওলানা মুফতী আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সলে সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও  মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে আট নম্বর সড়কে নিজ বাসায় খুন হন নিলয়। চার যুবক বাসা ভাড়ার কথা বলে নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর নিলয়ের গলা ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

ওই ঘটনায় আশামনি অজ্ঞাতপরিচয় চার জনকে আসামি করে রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

১৩ জনকে আসামি চার্জশিট নীলাদ্রি চট্টোপাধ্যায় ব্লগার নিলয় ব্লগার নিলয় হত্যা মামলা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর