চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
৫ অক্টোবর ২০২০ ০০:১৭ | আপডেট: ৫ অক্টোবর ২০২০ ০০:৩৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি পোশাক কারখানায় আগুন লাগার পর প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের উপজেলার মইজ্জারটেক সংলগ্ন খোয়াজনগরে গোল্ডেন সন লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলী আকবর জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে কারখানাটির ১১ তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে যায়।
রাত ১১টা নাগাদ পঞ্চম তলার আগুন পুরোপুরি নির্বাপণ হয়। ষষ্ঠতলার আগুনও প্রায় নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানান।
আগুনে এ পর্যন্ত হতাহতের কোনো খবরও নেই বলে জানিয়েছেন আলী আকবর। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানিয়েছেন, কারখানাটি বিকেল ৫টায় ছুটি হয়েছে। আগুন লাগার সময় ভেতরে কোনো শ্রমিক-কর্মচারী ছিল না বলে তারা জানতে পেরেছেন।
কারখানাটিতে তৈরি পোশাক, পুতুলসহ আরও বিভিন্ন উপকরণ বানানো হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগুন কর্ণফুলী থানা গোল্ডেন সন লিমিটেড চার ঘণ্টায় নিয়ন্ত্রণ পোশাক কারখানায় আগুন