Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ ফেরত আরও ৫০ বাংলাদেশির জামিন


৪ অক্টোবর ২০২০ ২১:৫৮

ঢাকা: বিদেশ থেকে ফিরে এক মাস কারাভোগের করার পর জামিন পেলেন আরও ৫০ বাংলাদেশি। রোববার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জামিনের এ আদেশ দেন।

এর আগে গত ১ অক্টোবর একই আদালত ২০ জনের জামিন মঞ্জুর করেছিলেন। তুরাগ থানার নন জিআর শাখার কর্মকর্তা এএসআই রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানান।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় তারা কোয়ারেনটাইনে ছিলেন। কিন্তু সেখান থেকে তারা পালিয়ে নিজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।

পুলিশ আরও জানায়, প্রবাসে থাকার সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। এ কারণে গত ১৮ আগস্ট তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে আসার পর তাদের কোয়ারেনটাইনে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১ সেপ্টেম্বর ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে পুলিশ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

৫০ বাংলাদেশি জামিন বিদেশ ফেরত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর