ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ
৪ অক্টোবর ২০২০ ২১:৪৩
ঢাকা: ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত ফল ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়।
ওয়েবসাইট লিংক www.nu.ac.bd/result এবং পাশপাশি যেকোনো মোবাইলের মেসেজ অপশন থেকে NU< space> DEG < space> ROLL NO 16222 এই নম্বরে মেসেজ পাঠালেও ফল জানা যাবে।
জানা যায়, সারাদেশের ১ হাজার ১৯৪টি কলেজের ম্রট ৬৩৫টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত এবং মানোন্নয়নসহ মোট ৮ হাজার ৪২৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় যে ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে পাসের হার ৬৫.৭৮ শতাংশ।