Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজায় ভাচুর্য়ালি অঞ্জলি দেওয়াসহ ১১ নির্দেশনা


৪ অক্টোবর ২০২০ ২০:০২ | আপডেট: ৪ অক্টোবর ২০২০ ২০:২৫

ঢাকা: আসছে শারদীয় দুর্গাপূজায় মণ্ডপ সংখ্যা সীমিত রাখা, ভার্চুয়াল পদ্ধতিতে অঞ্জলি দেওয়া, কোনো ধরনের শোভাযাত্রার আয়োজন না করার শর্তসহ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ১১ দফা দিক-নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুর সই করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দিক-নির্দেশনাগুলো উল্লেখ করা হয়েছে।

দিক-নির্দেশনাগুলো হলো

১. পূজামণ্ডপে প্রবেশের সময় কোভিড-১৯ প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার রাখা ও মাস্ক পরা বাধ্যতামূলক।
২. পূজামণ্ডপ সীমিত রাখতে অনুরোধ জানানো হয়েছে। হিন্দু ধর্মীয় নেতারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।
৩. আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল ডিউটিতে থাকবেন।
৪. পূজামণ্ডপে জনসমাগম কমাতে অঞ্জলি দেওয়া অনুষ্ঠান টিভি চ্যানেলে লাইভ সম্প্রচারের জন্য পূজা উদযাপন কমিটি ব্যবস্থা নেবে।
৫. প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না।
৬. ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে অনুষ্ঠান পালন করতে হবে।
৭. জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশাবলী মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহায়তা করবে।
৮. করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে প্রধানমন্ত্রী সর্তক থাকার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
৯. পূজামণ্ডপ ব্যবস্থাপনায় পূজা কমিটি ব্যবস্থা নেবে।
১০. যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবেন।
১১. আইনশঙ্খলা বাহিনী মোবাইল টিম হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন

দিক-নির্দেশনা দুর্গাপূজা ভাচুর্য়ালি অঞ্জলি