Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২টি করে গল্প-কবিতায় সাজানো হয়েছে একাদশের বাংলার সিলেবাস


৪ অক্টোবর ২০২০ ১৯:৪৮

ঢাকা: একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির বাংলা প্রথম পত্রের জন্য নতুন সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

রোববার (৪ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব প্রফেসর ড. মো. নিজামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সিলেবাসে ১২টি গদ্য ও ১২টি কবিতা রাখা হয়েছে। গদ্যের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’, শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের ‘বিলাসী’, রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘গৃহ’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আহ্বান’, কাজী নজরুল ইসলামের ‘আমার পথ’, আবুল ফজলের ‘মানব-কল্যাণ’, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মাসি-পিসি’, শেখ মুজিবুর রহমানের ‘বায়ান্নর দিনগুলো’, আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’, মুহম্মদ জাফর ইকবালের ‘মহাজাগতিক কিউরেটর’ ও ফরাসি কিংবদন্তী লেখক গী দ্য মোপাসাঁর ‘নেকলেস’ গল্পটি রাখা হয়েছে।

কবিতার মধ্যে মাইকেল মধুসূদন দত্তের ‘বিভীষণের প্রতি মেঘনাদ’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’, কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’, জসীমউদদীনের ‘প্রতিদান’, জীবনানন্দ দাশের ‘সুচেতনা’, সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’, ফররুখ আহমদের ‘পদ্মা’, সুকান্ত ভট্টাচার্যের ‘আঠার বছর বয়স’, শামসুর রাহমানের ‘ফেব্রুয়ারি ১৯৬৯’, আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তির কথা বলছি’, সৈয়দ শামসুল হকের ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ ও আবু হেনা মোস্তফা কামালের ‘ছবি’।

গদ্য-পদ্যের দুই ভাগেই স্থান দেওয়া হয়েছে নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। পুরাতন সিলেবাস থেকে বাদ পড়েছে কিছু গদ্য ও কবিতা।

বিজ্ঞাপন

একাদশ টপ নিউজ বই বাংলা প্রথম পত্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর