Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিপি নুরসহ ৬ জনকে গ্রেফতারে নির্দেশনা চেয়ে আদালতে আবেদন


৪ অক্টোবর ২০২০ ১৭:৪০ | আপডেট: ৪ অক্টোবর ২০২০ ১৭:৪২

নুরুল হক নুর: ফাইল ছবি

ঢাকা: ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনকে গ্রেফতারে নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেছেন ভিকটিম।

রোববার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে এ আবেদন করা হয়। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

হেমায়েত উদ্দিন খান বলেন, ‘ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় চেয়ে যে আবেদনটি করা হয়েছে তা শুনানি শেষে বিচারক নথিভুক্ত করে রেখেছেন। বিচারক আদেশে উল্লেখ করেছেন, আবেদনটি রক্ষণীয় নয়, পুলিশ যেকোনো সময় আসামিদের গ্রেফতার করতে পারে। যেহেতু মামলাটি আমলযোগ্য অপরাধ। তাই পুলিশের গ্রেফতার করতে বাধা নেই।’

তিনি আরও জানান, মামলাতে আসামিদের গ্রেফতার না করার ফলে বাদী চরম নিরপত্তাহীনতায় ভুগছছেন। আসামিরা গ্রেফতার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন।

মামলার অপর আসামিরা হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন (২৮), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি (২৩)।

এর আগে ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি দায়ের করেন। এরপর গত ২১ সেপ্টেম্বর বাদী কোতয়ালী থানায় একই অভিযোগে আরেকটি মামলা করেন।

বিজ্ঞাপন

আবেদন গ্রেফতার টপ নিউজ ভিপি নুর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর