Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমাটিয়ায় বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু


৪ অক্টোবর ২০২০ ১৬:২৪

ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় বাসার ছাদ থেকে পড়ে রোকেয়া (১৮) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৪অক্টোবর) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোকেয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘প্রায় দেড় বছর ধরে রোকেয়া আমার বাসায় গৃহকর্মীর কাজ করে। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। সকালে আমরা সবাই ঘুমে ছিলাম। তখন সে কোনো কারণে তিনতলা বাসার ছাদে যায়। এর কিছুক্ষণ পরে বাসার নিচ থেকে কান্নাকাটি শব্দ পেয়ে গিয়ে দেখি রোকেয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

জহিরুল আরও বলেন, ‘সে কি কারণে ছাদে গিয়েছিল বলতে পারি না। তবে বাসার ছাদের পাশে একটি নিম গাছ রয়েছে। সে মাঝে মাঝে নিম গাছের পাতা পারতো। আজকেও হয়তো নিম গাছের পারতে গিয়েছিল।’

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। মোহাম্মদপুর থানায় বিষয়টি জানানো হয়েছে।

গৃহকর্মীর মৃত্যু বাসার ছাদ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর