নিউমার্কেট থেকে হাতিরপুল— গ্যাস থাকবে না রোববার
৪ অক্টোবর ২০২০ ০১:৫১ | আপডেট: ৪ অক্টোবর ২০২০ ০২:৪৮
ঢাকা: পাইপলাইন মেরামত কাজের জন্য রাজধানীর নিউমার্কেট, হাতিরপুলসহ বেশকিছু এলাকায় রোববার (৪ অক্টোবর) গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (৩ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিশন কোম্পানি সূত্রে জানা গেছে, এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস পাবেন না এসব এলাকার অধিবাসী।
তিতাস জানিয়েছে, রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, হাতিরপুলসহ এর আশপাশের এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওইসব এলাকায় গ্যাসের পাইপলাইন জরুরিভাবে মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে তিতাস। সন্ধ্যা ৬টার পর আবার ফের গ্যাস সরবরাহ শুরু হবে বলেও জানিয়েছে।
গাউছিয়া গ্যাস সরবরাহ তিতাস নিউমার্কেট পাইপলাইন মেরামত বসুন্ধরা গলি হাতিরপুল