Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে নাফাখুমে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ


৩ অক্টোবর ২০২০ ২০:৫৭

বান্দরবান: জেলাপর থানচির পর্যটনস্থান নাফাখুম খালে পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের পর্যটন স্পট নাফাখুম ঝরণায় ভ্রমণে যাওয়ার পথে খালের পানির স্রোতে ভেসে পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির কাজী জাকারুল ইসলাম কানন (৩৫)। সে ঢাকার উক্তরার বাসিন্দার কাজী জহিরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় পর্যটক গাইড শ্রাবণ ত্রিপুরা জানান, প্রশাসনের নির্দেশনা মেনে থানচি থানা ও বিজিবি অফিসে তালিকা জমা দিয়ে তার নেতৃত্বে গতকাল শুক্রবার বেলা আড়াইটায় ঢাকা থেকে ভ্রমণে আসা ১৩ জনের একটি পর্যটক গ্রুপকে নিয়ে তিনি নাফাকুম ঝরণার উদ্দেশে রওয়ানা হন। রেমাক্রিতে রাত যাপনের পর সকালে ফের রওয়ানা দেন তারা। নাফাখুম পৌঁছার আগেই সাইগংয়ান নামক স্থানে পৌঁছালে খাল পারাপার করার সময় পানিতে ডুবে যান ওই পর্যটক ।

তখন সফরসঙ্গীসহ স্থানীয়রা অনেক খোঁজাখুজির পরও তাকে পায়নি। বিষয়টি রেমাক্রি বাজার বিজিবি ক্যাম্পে জানালে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল বলেন, ‘পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

থানচি পর্যটক নিখোঁজ রেমাক্রি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর