Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লাইওভারে পিকআপের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


৩ অক্টোবর ২০২০ ১৮:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ফ্লাইওভারের ওপর পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক মোটরসাইকেল আরোহী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর খুলশী থানার দামপাড়া গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো. রায়হান (২৫) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা মো. আব্দুল মজিদের ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানিয়েছেন, মোটরসাইকেল চালিয়ে রায়হান নগরীর লালখান বাজার থেকে ফ্লাইওভারের ওপর দিয়ে মুরাদপুরের দিকে যাচ্ছিলেন। গরীবউল্লাহ শাহ’র মাজার এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সামনে পিকআপ ছিল। দ্রুতগতির মোটরসাইকেলটি পেছন থেকে গিয়ে পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। ছিটকে পড়ে গুরুতর আহত রায়হানকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত রায়হানকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) শীলব্রত বড়ুয়া।

দুর্ঘটনা পিকআপ ফ্লাইওভারে দুর্ঘটনা মোটরসাইকেল মোটরসাইকেল আরোহীর মৃত্যু সংঘর্ষ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর