৮ বিভাগে আ. লীগের সাংগঠনিক টিমে আছেন যারা
৩ অক্টোবর ২০২০ ১৭:৫২ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ২০:৩১
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আটটি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত টিম অনুমোদন দিয়েছে ক্ষমতাসীন দলটি।
শনিবার (৩ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন সিদ্ধান্ত দেন শেখ হাসিনা। এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক বৈঠকের আলোচ্যসূচি নিয়ে প্রেস বিফ্রিংয়ে এসব টিম অনুমোদনের তালিকা প্রকাশ করেন।
আরও পড়ুন- ত্যাগীদের ঠাঁই দিতে হবে, ‘মাই ম্যান’ ভরপুর কমিটি নয়: শেখ হাসিনা
আট সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে যে টিমগুলো গঠন করা হয়েছে, এই টিমগুলো হলো—
সিলেট বিভাগ
সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এই টিমে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে থাকছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও নুরুল ইসলাম নাহিদ। বাকি সদস্যরা হলেন— ডা. মুশফিক হোসেন চৌধুরী ও সায়েম খান।
ময়মনসিংহ বিভাগ
টিম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ টিমে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে থাকছেন মতিয়া চৌধুরী। বাকি সদস্যরা হলেন— অসীম কুমার উকিল, মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
আরও পড়ুন- জনগণের পাশে আছি, তাদের আস্থা আমাদের সম্বল: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বিভাগ
টিম সমন্বয়ক হিসেবে থাকছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এই টিমে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে থাকছেন শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আবদুল মতিন খসরু। টিমের বাকি সদস্যরা হলেন— মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়াসিকা আয়েশা খান, ফরিদুন্নাহার লাইলী, ড. সেলিম মাহমুদ ,সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, হারুনুর রশীদ, আমিনুল ইসলাম আমিন ও দীপংকর তালুকদার।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের টিম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। টিমের বাকি সদস্যরা হলেন— আবুল হাসনাত আবদুল্লাহ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, গোলাম কবির রাব্বানী চিনু ও আনিসুর রহমান।
ঢাকা বিভাগ
ঢাকা বিভাগে টিম সমন্বয় হিসেবে থাকছেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ বিভাগের সমন্বয়নে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে থাকছেন ডা. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মো. ফারুক খান ও অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। বাকি সদস্যরা হলেন— আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, মৃণাল কান্তি দাস, শামসুন্নাহার চাপা, মেহের আফরোজ চুমকি, সিদ্দিকুর রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, এ বি এম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, অ্যাডভোকেট সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী ও মোহাম্মদ সাঈদ খোকন।
আরও পড়ুন- ‘আ.লীগ ক্ষমতায় না থাকলে কত মানুষ মারা যেত, বলা যায় না’
রংপুর বিভাগ
টিম সমন্বয়ক হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন দায়িত্ব পালন করবেন। এই বিভাগের দায়িত্বে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন রমেশ চন্দ্র সেন ও শাজাহান খান। এছাড়াও এস এম আশিকুর রহমান, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম থাকছেন এই টিমে।
রাজশাহী বিভাগ
টিম সমন্বয়ক হিসেবে থাকছেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এই বিভাগের সমন্বয়ের দায়িত্বে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুর রহমান। বাকি সদস্যরা হলেন— ডা. রোকেয়া সুলতানা, নুরুল ইসলাম ঠান্ডু, মেরিনা জাহান ও বেগম আখতার জাহান।
খুলনা বিভাগ
খুলনা বিভাগে টিম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সদস্য হিসাবে থাকছেন কাজী জাফরউল্যাহ ও পীযূষ কান্তি ভট্টাচার্য। টিমের অন্য সদস্যরা হলেন— হাবিবুর রহমান সিরাজ, আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা ও গ্লোরিয়া সরকার ঝর্ণা।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে শনিবার দীর্ঘ সাত মাস পর কেন্দ্রীয় সংসদের বৈঠক অনুষ্ঠিত হয় গণভবনে। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য রাখেন দল ও সভার সভাপতি শেখ হাসিনা। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে সীমিত পরিসরে এই সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা গণভবন সাংগঠনিক টিম সাংগঠনিক বিভাগ