Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্রাই নদীতে থাকা সৌতিজাল উচ্ছেদে প্রতিমন্ত্রী পলক


৩ অক্টোবর ২০২০ ১৭:৪৮

নাটোর: জেলার সিংড়ায় আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে সৌতিজাল স্থাপন করায় নদী তীরবর্তী মানুষের ক্ষয়ক্ষতি হয়। বন্যা, সর্বশেষ বাঁধ ধসে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে আত্রাই নদীতে থাকা সৌতিজাল উচ্ছেদে জেলা ও উপজেলা প্রশাসনকে নিয়ে অভিযান চালিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (৩ অক্টোবর) প্রতিমন্ত্রী প্রায় ১০টি নৌকাযোগে পুলিশ প্রশাসন, সাংবাদিক, জেলা প্রশাসকের অংশগ্রহণে সৌতিজাল অভিযানে নামেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সিংড়া থেকে বিলদহর পর্যন্ত তার নেতৃত্বে সৌতি জাল উদ্ধার এবং বাঁধ অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আত্রাই নদীতে অবৈধ্যভাবে প্রভাবশালীরা মাছ ধরার জন্য সৌতিজাল দিয়েছিল। যার ফলে নদীর পানি প্রবাহ বিঘ্নিত হয়ে দুটি স্থানে বাঁধ ভেঙে মানুষের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেক বাড়ি ঝুঁকিপর্ণ অবস্থায় আছে। কোনোভাবেই নদীতে সৌতিজাল দিয়ে নদীরপানি প্রবাহ বিঘ্নিত করা যাবে না।’ এসময় সৌতিজাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

আত্রাই নদী নদী তীরবর্তী সৌতি জাল সৌতিজাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর