Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইর বাজার মূলধন বেড়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা


৩ অক্টোবর ২০২০ ১৭:১৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ২২:৩২

ঢাকা: পুঁজিবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও বেড়েছে বাজার মূলধন। সেইসঙ্গে বেড়েছে সব সূচক। গত সপ্তাহে (২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের (২০ থেকে ২৪ সেপ্টেম্বর) চেয়ে সাড়ে আট হাজার কোটি টাকা বেড়েছে। ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএসই সূত্র জানায়, গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে চার লাখ তিন হাজার ৩৯৫ কোটি টাকা। অন্যদিকে গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই‘র বাজার মূলধন ছিল তিন লাখ ৯৪ হাজার ৬৫১ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে আট হাজার ৭৪৪ কোটি টাকা। অন্যদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইর প্রধান সূচক কমেছে ১২৫ দশমিক ৮৭ পয়েন্ট বা ২ দশমিক ৪৭ শতাংশ। এর আগে টানা ১৩ সপ্তাহের ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১ হাজার ১৪১ পয়েন্ট।

বিজ্ঞাপন

এদিকে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ও সবকটি মূল্য সূচক বাড়লেও লেনদেনে অংশ নেওয়া ৩৫৯টি প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯২টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে চার হাজার ৫৫৪ কোটি ৭৮ লাখ টাকা। এ সময়ে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৯১০ কোটি ৯৫ লাখ টাকা। অন্যদিকে গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে চার হাজার ৫৭৩ কোটি ৭২ লাখ টাকা। এ সময়ে গড় লেনদেন ছিল ৯১৪ কোটি ৭৪ লাখ টাকা। দেখা যাচ্ছে, এক সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন কমেছে তিন কোটি ৭৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরি কোম্পানির অবদান ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ১৪ দশমিক ৪১ শতাংশ, ‘জেড’র ২ দশমিক ৩৭ শতাংশ এবং ‘এন’ ক্যাটাগরির ১ দশমিক ৬৪ শতাংশ।

ডিএসই বাজার মূলধন বেড়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর