Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যু কমেছে, ২ মাস পর নমুনা পরীক্ষা ১০ হাজারের নিচে


৩ অক্টোবর ২০২০ ১৫:৪৪ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ১৮:০৫

আগের দিন সারাদেশে করোনাভাইসে (কোভিড-১৯) সংক্রমিত ৩৩ জন মারা গেলেও শেষ ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমেছে। এ সময় ২০ জন মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে। একই সময়ে নতুন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮২ জন। আর করেনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৪২ জন। সব মিলিয়ে শনাক্ত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ও করোনা থেকে সুস্থ হয়ে ওঠার ব্যক্তির সংখ্যা ২ লাখ ৮০ হাজার পেরিয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোভিড পরীক্ষার জন্য সংগৃহীত নমুনার সংখ্যা এবং নমুনা পরীক্ষা— দুই-ই উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। আগের দিন এই দুই সংখ্যা ১১ হাজারের বেশি থাকলেও গত ২৪ ঘণ্টায় তা ১০ হাজারের নিচে নেমে এসেছে। গত দুই মাসের মধ্যে এত কমসংখ্যক নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়নি দেশে।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় দেশের করোনা পরিস্থিতির এসব চিত্র তুলে ধরা হয়।

৪ অক্টোবরের পর নমুনা পরীক্ষা এই প্রথম ১০ হাজারের নিচে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে আগের দিনের মতোই ১০৯টি ল্যাবে। তবে সংগৃহীত নমুনা ও নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। আগের দিন ১১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহের বিপরীতে নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ১৭৬টি। সে তুলনায় গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে মাত্র ৯ হাজার ৩১২টি। আর আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৫৫৪টি। এ নিয়ে দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হলো মোট ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত দুই মাসের মধ্যে এদিন একদিনে সবচেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে। শুধু তাই নয়, গত সাড়ে চার মাসের মধ্যে হাতেগোনা যে কয়েকটি দিন নমুনা পরীক্ষা ১০ হাজারের কম হয়েছে, তার মধ্যে রয়েছে গত দিনটি।

বিজ্ঞাপন

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রথম করোনা সংক্রমণ শনাক্তের প্রায় আড়াই মাস পর গত ২০ মে প্রথমবারের মতো নমুনা পরীক্ষা ছাড়িয়েছিল ১০ হাজার। এরপর ৩০ মে পর্যন্ত ১০ দিনে নমুনা পরীক্ষা কোনোদিন ১১ হাজার পেরিয়েছে, একদিন নেমেছে ৫ হাজারের ঘরেও। তবে ৩১ মে থেকে নিরবচ্ছিন্নভাবে প্রতিদিনই ১০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হতে থাকে দেশে। এরপর কেবল ১২ জুলাই নমুনা পরীক্ষা হয়েছিল ৮ হাজার ৬৮টি। আর ঈদুল আজহার ছুটির মধ্যে ১ থেকে ৪ আগস্ট— এই চার দিন নমুনা পরীক্ষা ছিল যথাক্রমে ৮৮০২, ৩৬৮৪, ৪২৪৯ ও ৭৭১২টি। এর মধ্যে সাড়ে ১৮ হাজার নমুনাও পরীক্ষা হয়েছে একদিনে। তবে ১০ হাজারের নিচে নমুনা পরীক্ষা কখনোই নামেনি। শেষ ২৪ ঘণ্টায় ঘটেছে সেটিই।

শনাক্ত-সুস্থতার তথ্য

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে এদিন শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ। এ নিয়ে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে, আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১ হাজার ৫৪৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৪৪২ জন। সব মিলিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ২ লাখ ৮০ হাজার ৬৯ জন সুস্থ হয়ে উঠলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার খানিকটা বেড়ে হয়েছে ৭৬ দশমিক ২০ শতাংশ।

মৃত্যুহার ১.৪৫%

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ২০ জন। সব মিলিয়ে মোট ৫ হাজার ৩২৫ জন মারা গেলেন করোনায়। করোনা সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার গত কয়েকদিনের মতোই রয়েছে ১ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ২০ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৭ জন, বাকি তিন জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করা মোট মানুষের মধ্যে ৪ হাজার ১২১ জন পুরুষ, যা মোট মৃত ব্যক্তির ৭৭ দশমিক ৩৯ শতাংশ। মৃত্যুবরণকারী বাকি এক হাজার ২০৩৪ জন নারী, যা মোট মৃত্যুর ২২ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের তথ্য বিশ্লেষণ করে আরও দেখা যায়, মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ছয় জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী তিন জন এবং ১০ বছরের কম বয়সী এক শিশু মারা গেছে করোনা সংক্রমিত হয়েছে। এই ২০ জনের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের। বাকিদের মধ্যে চট্টগ্রাম ও রংপুর বিভাগের তিন জন করে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন।

করোনা সংক্রমণ করোনাভাইরাস করোনায় মৃত্যু কোভিড-১৯ নমুনা পরীক্ষা সংক্রমণ সুস্থতার হার স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর