Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনে হঠাৎ ঝরবে হালকা বৃষ্টি, থাকবে সূর্যের ঝলকানিও


৩ অক্টোবর ২০২০ ১৩:১৭ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ১৩:৩০

ঢাকা: দেশের অধিকাংশ এলাকায় আজ দিনভর কখনও মেঘ, কখনও দুয়েকবার হালকা বৃষ্টি ঝরবে। আবার বৃষ্টি শেষে ঝলমলে রৌদ্রজ্জ্বল থাকবে দেশের আকাশ। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাবাসে জানানো হয়েছে এসব তথ্য।

শনিবার (৩ অক্টোবর) সকালে সারাবাংলাকে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান। তিনি জানান, মেঘ-বৃষ্টি থাকলেও আজ নদী ও সমুদ্রবন্দরগুলোর জন্য নেই কোনো সতর্কবার্তা।

আব্দুর রহমান বলেন, পরিবেশ সাধারণত শুষ্ক থাকবে। তবে মৌসুমী প্রভাবে দুয়েক জায়গায় হঠাৎ রৌদ্রজ্জ্বল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দুয়েক পশলা বৃষ্টি ঝরবে। আবার মেঘ কেটে গিয়ে সূর্যের দেখা মিলবে বৃষ্টির শেষে।

তিনি বলেন, দিনভর সূর্য-মেঘের লুকোচুরিতে তাপমাত্রা দিনের চেয়ে রাতের দিকে কিছুটা কমতে থাকবে। তবে আজ দেশের নদী ও সমুদ্রবন্দরগুলো স্বাভাবিক থাকবে। এসব বন্দরে আজ কোনো সতর্কবার্তা নেই।

টপ নিউজ বৃষ্টি মেঘ-রোদ্দুর রৌদ্রজ্জ্বল আকাশ