Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুদ্ধ নয়, রোহিঙ্গা সমস্যার সমাধান কূটনৈতিক প্রক্রিয়ায়’


২ অক্টোবর ২০২০ ২২:১০

চট্টগ্রাম ব্যুরো: যুদ্ধ নয়, সরকার কূটনৈতিক প্রক্রিয়ায় রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষ তলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তথ্যমন্ত্রী।

মুজিববর্ষ উপলক্ষে ‘তিলোত্তমা চট্টগ্রাম’ আয়োজিত বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তথ্যমন্ত্রী।

রোহিঙ্গা সমস্যা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে যেসব রোহিঙ্গা এসেছিল তাদের অনেকেই কিন্তু এখনো আছে। তাদের সবাই ফেরত যায়নি। ১৯৯১ সালের পর বিএনপি দুই দফায় ১০ বছর ক্ষমতায় ছিল। তাদের সময়ে যে রোহিঙ্গারা এসেছিল তাদের বিএনপি ফেরত পাঠাতে পারেনি।’

“প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিলেন। সেখানে যে বর্বরতা চলছিল সেই বর্বরতার হাত থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা রক্ষা পেয়েছে। সমগ্র পৃথিবী প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিমিউনিটি’ আখ্যায়িত করেছে। শুধু বিএনপি প্রশংসা করতে পারেনি”, বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার কারণেই ওআইসির পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে মায়ানমারের বিচার হচ্ছে। আন্তর্জাতিক আদালত থেকে মিয়ানমারকে সমন দেওয়া হয়েছে, পাশাপাশি কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবার জন্য বলা হয়েছে। এটি বাংলাদেশেরই কূটনৈতিক তৎপরতার সফলতা।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘দুঃখজনক হলেও একটি বিষয় সত্য, নগর উন্নয়নের ক্ষেত্রে গাছ কাটা ও পাহাড় কাটার বিষয়টা খেয়াল রাখা হয় না। চট্টগ্রাম অপরূপ সৌন্দর্য্যের নগর, কিন্তু চট্টগ্রামে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে, পাহাড় কেটে সৌন্দর্যহানি ঘটানো হয়েছে। পরিবেশ অধিদফতর থেকে চেষ্টা করা হয়, কিন্তু অনেকসময় রক্ষা করা যায় না। আবার অনেকক্ষেত্রে সর্ষের মধ্যে ভূত আছে।’

তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক সাহেলা আবেদীন রীমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, সাংবাদিক ওসমান গণি মনসুর, সিপিডিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার সোহাগ, চট্টগ্রামের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, এলভিয়ন গ্রুপের চেয়ারম্যান রইস উদ্দিন সৈকত, শিল্পপতি এস এম আবু তৈয়ব, লায়ন শামসুদ্দিন সিদ্দিকী, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ।

কূটনৈতিক প্রক্রিয়া তথ্যমন্ত্রী রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর