Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যালিকাকে অপহরণ করে ধর্ষণ, দুলাভাই গ্রেফতার


২ অক্টোবর ২০২০ ১৮:৩৯ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ২২:৪২

ঢাকা: ময়মনসিংহের মুক্তাগাছায় আপন শ্যালিকাকে (১৪) অপহরণ করে ধর্ষণ করেছে দুলাভাই। এ ঘটনায় অপহৃত ওই কিশোরী শ্যালিকাকে উদ্ধার করেছে র‍্যাব-৪ এর একটি দল। সেই সঙ্গে ধর্ষক রুবেলকে (২৪) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় সারাবাংলাতে তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম। তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাসের নেতৃত্বে ময়মনসিংহের মুক্তাগাছার বেলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে। এ সময় ধর্ষণকারী আসামি রুবেলকে (২৪) গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

গ্রেফতার রুবেলের বরাত দিয়ে এএসপি সাজেদুল আরও বলেন, ‘ধর্ষক মো. রুবেল ২০১৭ সালের ৭ আগস্ট ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ফুঁসলিয়ে জোরপূর্বকভাবে বিয়ে করে সংসার করে আসছিলো এবং তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে দশটার ১৪ বছরের কিশোরীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং তাকে মাটির তৈরি একটি ঘরে দরজায় তালাবদ্ধ করে আটক রাখে। পরবর্তীতে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে রুবেল।’

গ্রেফতার রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

অপহরণ দুলাভাই শ্যালিকা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর