Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়মিত কাশছিলেন, বাইডেন কি নিরাপদ?


২ অক্টোবর ২০২০ ১৪:৫৪ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ১৮:৪৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্তের খবর রটার পরপরই জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে। চিন্তিতদের এ তালিকায় শুধু জো বাইডেনের শুভাকাঙ্ক্ষীরাই আছেন তা নয়, তার সমালোচকরাও বলছেন দ্রুত করোনা পরীক্ষা জরুরি।

গত মঙ্গলবার রাতে এবারের মার্কিন নির্বাচনের প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এর মাত্র একদিন পরই জানা গেলো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেনও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকেই।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, বুধবার পেনসিলভেনিয়ায় প্রচারণা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জো বাইডেনকে নিয়মিত শুকনো কাশি দিতে দেখা গেছে। কাশির চোটে কথা আটকে যাচ্ছে তাই বারবার গলা পরিষ্কার করছেন এমন চিত্রও দেখা গেছে। তাই সমালোচকরাও বলছেন— জো বাইডেন বোধহয় ইতিমধ্যেই করোনায় আক্রান্ত। সামাজিক মাধ্যম টুইটারে জো বাইডেনের করোনা পরীক্ষার জোর দাবি ওঠেছে।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর মাত্র এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হলেন দ্বিতীয় বার নির্বাচনে প্রার্থী হওয়া ৭৪ বছর বয়েসি ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিপক্ষ সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৭৭ বছর।

জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর