Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় বন্যায় ৩০২টি বিদ্যালয়ের ক্ষতি, দরকার জরুরি সংস্কার


২ অক্টোবর ২০২০ ০৮:১৯ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ০৮:৩৭

নেত্রকোনা: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নেত্রকোনার দশ উপজেলায় ৩০২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকা স্কুলভবনে বন্যার পানি ঢুকে যাওয়ায় প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খোলার আগে বিদ্যালয় ভবনগুলো সংস্কার জরুরি বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

এসব বিদ্যালয় ভবন সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।

বিজ্ঞাপন

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, নেত্রকোনায় মোট ১ হাজার ৩১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যার মধ্যে জেলার কলমাকান্দায় ৬৯টি, বারহাট্টায় ৩৯টি, কেন্দুয়ায় ৩১, আটপাড়ায় ২৫টি, দুর্গাপুর ১৫টি, নেত্রকোনা সদর ২৩, পূর্বধলা ১৫টি, মদন ১১টি, মোহনগঞ্জ ৩২টি ও খালিয়াজুরীতে ৪২টি বিদ্যালয় ভবনসহ মোট ৩০২টি ভবন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।

এরমধ্যে দশ উপজেলায় ২২৪টি প্রাথমিক বিদ্যালয় ভবনে পানি প্রবেশ করায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার সময় ৭ উপজেলার ৪১টি বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ৯০৭টি পরিবার আশ্রয় নিয়েছে। বিদ্যালয় খোলা হলে এসব ক্ষতিগ্রস্ত ভবনে পাঠদান ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

নেত্রকোনা সদর উপজেলার চন্দন কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিন আরা রীটা বলেন, ‘স্কুলগুলো প্রতিষ্ঠার পর থেকে এতো দীর্ঘসময় বন্ধ ছিল না, যে কারণে ভবনগুলো স্যাঁতসেঁতে হয়ে গেছে। এ কারণে কিছু মেরামত ও রঙ করে প্রতিষ্ঠানগুলো খুললে শিশুদের স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না। পরিস্কার-পরিচ্ছন্ন করাসহ জীবাণুমুক্ত করতে হবে।’

বিজ্ঞাপন

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ‘এবারের বন্যায় ১ হাজার ৩১৪টি বিদ্যালয়ের বন্যাকবলিত ৩০২টি বিদ্যালয়ের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া পিডিপি-৪ প্রোগ্রামের আওতায় নির্দেশনা রয়েছে কোনো প্রতিষ্ঠানে কাঁচা ভবন থাকবে না। প্রায় ১০০ মতো ভবন জরাজীর্ণ রয়েছে, সেগুলো দ্রুত নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।’ করোনা পরিস্থিতির পর বন্যার বরাদ্দ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব ফান্ড আছে। সেগুলো দিয়ে সংস্কার করে বিদ্যালয়গুলো পাঠ উপোযোগী করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ক্ষতিগ্রস্ত বিদ্যাল জরুরি সংস্কার পাহাড়ি ঢল বন্যায় ক্ষতি বন্যার পানি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর