কুয়েতের আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই বিএনপির
১ অক্টোবর ২০২০ ২২:১৫ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ০১:৪৫
ঢাকা: কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে শোক বইয়ে সই করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে গুলশান-২ নম্বর সেকশনের ৮০ নম্বর রোডের, ৫ নম্বর বাড়িতে অবস্থতি কুয়েত দূতাবাসে তারা শোক বইয়ে সই করে আসেন।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় কুয়েত দূতাবাসের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ হায়াত।
কুয়েতের আমির কুয়েতের আমিরের মৃত্যু বিএনপি প্রতিনিধি দল শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ শোক বই