Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্ট মাসে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে


২ অক্টোবর ২০২০ ০০:১১ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ১৩:১৯

ঢাকা: আগস্ট মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কিছুটা হলেও ইতিবাচক ধারায় ফিরেছে। চলতি অর্থবছরে প্রথম মাস জুলাইয়ের তুলনায় আগস্টে ঋণপ্রবাহ বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ। গত জুলাই মাসে ঋণের স্থিতি ছিল ১০ লাখ ৯৫ হাজার ২০১ কোটি টাকা, আগস্টে তা বেড়ে হয়েছে ১১ লাখ ১ হাজার ৬৭৫ কোটি টাকা। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ঘোষিত এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়েছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা। তাদের অভিমত, আগামীতে এই ঋণপ্রবাহ আরও বাড়বে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট শেষে বেসরকারি খাতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ লাখ ১ হাজার ৬৭৫ কোটি টাকা। ২০১৯ সালের আগস্ট মাসে এই ঋণের স্থিতি ছিল ১০ লাখ ৭ হাজার ৩৯৮ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে বেসরকারি খাতের ঋণ বেড়েছে ৯৪ হাজার ৩৭৭ কোটি টাকা বা ৯ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরে প্রথম মাস জুলাইয়ের তুলনায় আগস্টে ঋণ বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞাপন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সারাবাংলাকে বলেন, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকার এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। ঘোষিত প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলোকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এসব কারণে দীর্ঘদিন পর বেসরকারি খাতের ঋণপ্রবাহে কিছুটা হলেও প্রবৃদ্ধি দেখা দিয়েছে।

সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরের প্রায় প্রতি মাসেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক প্রবৃদ্ধি হয় ১১ দশমিক ২৬ শতাংশ, আগস্টে ১০ দশমিক ৬৮ শতাংশ, সেপ্টেম্বরে ১০ দশমিক ৬৬ শতাংশ, অক্টোবরে ১০ দশমিক ০৪ শতাংশ, নভেম্বরে ৯ দশমিক ৮৭ শতাংশ এবং ডিসেম্বরে তা ৯ দশমিক ৮৩ শতাংশ নেমে আসে। এরপর চলতি বছরের জানুয়ারিতে ৯ দশমিক ২০ শতাংশ, ফেব্রুয়ারিতে ৯ দশমিক ১৩ শতাংশ,  মার্চে ৮ দশমিক ৮৬ শতাংশ ও এপ্রিলে ৮ দশমিক ৮২ শতাংশ, মে মাসে ৮ দশমিক ৮৬ শতাংশ এবং জুন মাসে তা কমে দাঁড়ায় ৮ দশমিক ৬১ শতাংশে।

এর আগে সরকারের ঘোষিত এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ৭৫ হাজার কোটি টাকার বেশি জোগান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন এবং বিদ্যমান তহবিলের আকার বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় ৫১ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়। এছাড়া সিআরআর দুই দফায় দেড় শতাংশ কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। এতে করে ১৯ হাজার কোটি টাকা নতুন করে ঋণ দেওয়ার সক্ষমতা অর্জন করে ব্যাংকগুলো। এছাড়াও গত ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া অন্যান্য সব ধরনের ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এসব কারণে এখন বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গত অর্থবছরে ১৪ দশমিক ৮ শতাংশ বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে এ খাতে ঋণ প্রবৃদ্ধি হয় মাত্র ৮ দশমিক ৬১ শতাংশ। এটি আগের আট বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি।

অর্থবছর ২০২০-২১ আগস্টে ঋণপ্রবাহ ঋণপ্রবাহে প্রবৃদ্ধি করোনাভাইরাস টপ নিউজ বাংলাদেশ ব্যাংক বেসরকারি ঋণপ্রবাহ বেসরকারি খাতে ঋণ