Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ অক্টোবর থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস


১ অক্টোবর ২০২০ ২২:৩২ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ১২:০৫

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সদ্য ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনলাইনে শুরু হচ্ছে। আগামী ৪ অক্টোবর থেকে পাঠদান শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব কলেজে শিক্ষা বোর্ডগুলো চিঠি পাঠিয়েছে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর কারণে শ্রেণিকক্ষে স্বশরীরে উপস্থিত থেকে পাঠদান সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা যেন বিঘ্নিত না হয় সে লক্ষ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ অক্টোবর থরকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অন্যান্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হলেও এবার করোনাভাইরাসের কারণে বিলম্ব করে গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়।

এদিকে এক বিজ্ঞপ্তিতে ৪ অক্টোবর সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। রাজধানীর ঢাকা কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

একাদশ শ্রেণি করোনা করোনা মোকাবিলা টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর