৪ অক্টোবর থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস
১ অক্টোবর ২০২০ ২২:৩২ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ১২:০৫
ঢাকা: করোনাভাইরাস মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সদ্য ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনলাইনে শুরু হচ্ছে। আগামী ৪ অক্টোবর থেকে পাঠদান শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব কলেজে শিক্ষা বোর্ডগুলো চিঠি পাঠিয়েছে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর কারণে শ্রেণিকক্ষে স্বশরীরে উপস্থিত থেকে পাঠদান সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা যেন বিঘ্নিত না হয় সে লক্ষ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ অক্টোবর থরকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।
উল্লেখ্য, অন্যান্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হলেও এবার করোনাভাইরাসের কারণে বিলম্ব করে গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়।
এদিকে এক বিজ্ঞপ্তিতে ৪ অক্টোবর সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। রাজধানীর ঢাকা কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।