শেখ হাসিনা মানে উন্নয়ন, উন্নয়ন মানেই আ.লীগ: বস্ত্র ও পাটমন্ত্রী
১ অক্টোবর ২০২০ ১৯:৫৩ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ২১:৩০
নারায়ণগঞ্জ: শেখ হাসিনা মানেই উন্নয়ন আর উন্নয়ন মানেই আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বৃহস্পতিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন জিসি ভায়া মুড়াপাড়া সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপর নির্মিত ভুলতা ফ্লাইওভার, মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় অবস্থিত শীতলক্ষ্যা নদীর উপর গাজী সেতু, মুড়াপাড়া বিশ্ব বিদ্যালয় কলেজসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আজকে ফ্লাইভার নির্মাণের কারণে ভুলতায় মহাসড়কে যানজট নেই। শীতলক্ষ্যা নদীতে গাজী সেতু নির্মাণ হওয়াতে এখন আর ভোগান্তি নেই। রূপগঞ্জের আনাচে-কানাচে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী সরকার কাজ করে যাচ্ছে। আরও যেখানে যেখানে উন্নয়ন প্রয়োজন পর্যায়ক্রমে সব সম্পন্ন করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফৈরদৌসি আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম, উপজেলা প্রকৌশলী এনায়েত কবির, ঠিকাদার হাবিবুর রহমান হাবিব, নুর মোহাম্মদ প্রমুখ।
ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইএল-টিবিএল জেভির প্রজেক্ট ইনচার্জ মাসুদ মিয়া জানান, প্রকল্পটির উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সিআরডিপি ২ প্রকল্পের অধীনে ১৪৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্য কাঞ্চন-রূপসি জিসি ভায়া মুড়াপাড়া সড়ক নির্মাণ কাজটি ১৮ মাসের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। আশা করি এর আগেই কাজ সমাপ্ত হবে। সড়ক নির্মাণ কাজ শেষ হলে প্রায় ৪০ গ্রামের মানুষ ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে। এছাড়া মঙ্গলখালী-মাছুমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় রাস্তা সংস্কার কাজের উদ্বোধনও করেন মন্ত্রী।
পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সড়কে পিচ ঢালাইয়ের মাধ্যমে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন ঘোষণা করেন। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এলজিইডির কর্মকর্তাদের প্রতি অনুরোধ থাকবে রূপগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করবেন। জনগণ যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে।’
জানা গেছে, আগামী দুই বছরে রূপগঞ্জে মোট ৩০০ কোটি টাকার সড়ক সংস্করণ/উন্নয়ন হওয়ার কথা রয়েছে।