Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে আত্রাইয়ের দু’টি বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা


১ অক্টোবর ২০২০ ১৬:৪৩

নাটোর: জেলার সিংড়া ও নলডাঙ্গায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে আরও বেড়ে বিপৎসীমার ১১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানির চাপে শোলাকুড়া ও হিয়াতপুর এলাকায় আত্রাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সিংড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে।

এদিকে, নলডাঙ্গায় বারনই নদীর পানি বিপদ সীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সেখানকার নদী তীরবতী বাড়িঘর ও ফসলের মাঠ তলিয়ে গেছে।

আত্রাই নদী আরও অবনতি বিস্তীর্ণ এলাকা প্লাবিত সিংড়া পয়েন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর