Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যথাসময়ে ভ্যাকসিন পেতে ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


১ অক্টোবর ২০২০ ১৬:০৩

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যথাসময়ে যাতে করোনাভাইরাসের টিকা পাওয়া যায় সে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই বিশ্ব থেকে করোনা দূর হোক।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বিশ্ব থেকে করোনাভাইরাস নির্মূল করতে হলে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যথাসময়ে ভ্যাকসিন পেতে ব্যবস্থা নিয়েছি।’

তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত সংশ্লিষ্ট সকলে কাজ করছেন। যে কারণে কোভিড-১৯ নিয়ন্ত্রণে রয়েছে।’ বিশ্বের অন্যান্য দেশের চেয়ে করোনায় বাংলাদেশে মৃত্যুর হার কম বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

করোনা জাহিদ মালেক ভাইরাস ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর