Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ বছরে ঝুলন্ত তারমুক্ত হবে উত্তর সিটি— ঘোষণা মেয়র আতিকের


১ অক্টোবর ২০২০ ১৫:৩০

ঢাকা: আগামী এক বছরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমস্ত ঝুলন্ত তার অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান-২-এর ডিএনসিসি মার্কেটের সামনে ঝুলন্ত তার অপসারণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘আমি ১ অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণের ঘোষণা দিয়েছিলাম। এনটিটিএন, আইএসপিএবিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কয়েক দফা মিটিং করেছি। এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে দোষারোপ করে। এই করোনাকালে অনলাইনে ক্লাস চলছে, ব্যবসা-বাণিজ্যও এখন অনলাইন নির্ভর। তাই আমরা কিন্তু উনাদের তার কাটছি না। প্রথমবারের মতো তারাই তাদের তার কাটছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সমস্ত ঝুলন্ত তার নিচ দিয়ে নেওয়ার জন্যে আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। এ জন্য তারা মাসে বা বছরভিত্তিক ভাড়া দিতে সম্মত হয়েছেন। নতুন রাস্তা করার ক্ষেত্রে আমরা সব তার আন্ডারগ্রাউন্ড দিয়ে নিতে বলেছি। একদিনে শহরের সব ঝুলন্ত তার কেটে দিলে সমস্ত ঢাকা কলাপস হয়ে যাবে। তাই আমরা অভিযান পরিচালনার মধ্যমে আগামী এক বছরের মধ্যে সমস্ত তার নামিয়ে ফেলব। এনটিটিএন প্রতিষ্ঠান ও বিটিআরসির গাফিলতির কারণেই এমনটি হয়েছে। এনটিটিএন প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নিয়ে শুধু ব্যবসা করছে। বিটিআরসিও সক্রিয় ভূমিকা পালন করেনি। কিন্তু আমরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব তার অপসারণ করব।’

তার অপসারণ কার্যক্রমে উপস্থিত ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি আনোয়ার পারভেজ বলেন, ‘আমরা কিছু কিছু জায়গায় ক্যাবল ডাইভার্ট করে দিয়েছি, তাই আপাতত তেমন কোনো সমস্যা হবে না। আর ২৫ বছর ধরে তার ঝুলন্ত রয়েছে। এত দ্রুত সমস্ত তার অপসারণ করা সম্ভব হবে না।’

বিজ্ঞাপন

আইএসপিএবি প্রেসিডেন্ট এম এ হাকিম বলেন, ‘আমাদের লজিস্টিক সাপোর্ট না দিলে তার অপসারণ করা সম্ভব হবে না। তাই আমরা দুই মেয়রের কাছেই অনুরোধ করতে চাই, আমাদের লজিস্টিক সাপোর্ট দিন।’

অপসারণ ঝুলন্ত তার মেয়র আতিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর