বান্দরবান সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ
১ অক্টোবর ২০২০ ০৪:২৮ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ০৫:৩৪
বান্দরবান: বান্দরবানে সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বান্দরবান সাংবাদিক ইউনিয়ন আত্মপ্রকাশ করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে যাত্রা শুরু করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংকাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
সাংবাদিক আল ফয়সাল বিকাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী। অনুষ্ঠানে দৈনিক জনতার প্রতিনিধি এম এ হাকিম চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ারসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সারাদেশের মফস্বল সাংবাদিকরা তাদের নিজ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এসব অধিকার আদায়ের লক্ষ্যে নিয়ে বান্দরবান সাংবাদিক ইউনিয়ন আত্মপ্রকাশ করেছে। এখানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এখন থেকে স্থানীয় কোনো সাংবাদিক কোনো ধরনের বিপদে পড়লে ইউনিয়নের পক্ষ থেকে সহায়তা করা হবে।
আত্মপ্রকাশ বান্দরবান সাংবাদিক ইউনিয়ন যাত্রা শুরু সাংবাদিক ইউনিয়ন