প্রতিবন্ধীকে দলবদ্ধভাবে ধর্ষণ মামলার আসামি ২ দিনের রিমান্ডে
৩০ সেপ্টেম্বর ২০২০ ২২:২৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৯
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নুরুল আমিনকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেঁজুতি জান্নাত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ি সদরের বলপাইয়া পাড়া এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে পালাক্রমে ধর্ষণ করেন ডাকাত দলের ৯ সদস্য। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ছয় জন এরই মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর প্রধান আসামি নুরুল আমিনের রিমান্ড মঞ্জুর করা হলো আজ।
৯ জন মিলে ধর্ষণ জিজ্ঞাসাবাদ ডাকাতি করতে গিয়ে ধর্ষণ দলবদ্ধভাবে ধর্ষণ দুই দিনের রিমান্ড ধর্ষণ মামলা প্রতিবন্ধীকে ধর্ষণ প্রধান আসামি