‘মুজিবনগরের স্বাধীনতা সড়ক উন্মুক্ত করতে ভারতের প্রতি অনুরোধ’
৩০ সেপ্টেম্বর ২০২০ ১৮:১১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫১
ঢাকা: মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় দুই কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য ভারতের প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলির সঙ্গে বিদায়ী সাক্ষাৎকারের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই অনুরোধ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উল্লেখ করেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মত বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করেন।
কোভিড-১৯ মহামারির কারণে বন্ধ থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলবন্দর খুলে দেওয়ার অনুরোধ করেন পররাষ্টমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এতে দুদেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।