Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত হয়েও অফিস করছেন হাসপাতালের টেকনিশিয়ান!


৩০ সেপ্টেম্বর ২০২০ ১১:২৫

ঢাকা: নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শামছুদ্দিন করোনা পজিটিভ হয়েও অফিসে বসে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে রোগী ও হাসপাতালের স্টাফদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে তার অফিস করার বিষয়টি জানেন না হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলেও তাকে অন্যান্য দিনের মতো অফিস করতে দেখা গেছে।

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর মদন হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান শামছুদ্দিন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ২২ সেপ্টেম্বর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিন্তু তিনি এর গুরুত্ব না দিয়ে নিয়মিত অফিস করে যাচ্ছেন। মঙ্গলবার দুপুরে মদন হাসপাতালে শামছুদ্দিনের অফিস কক্ষে গেলে দেখা যায় দাফতরিক কাজে সে ব্যস্ত। কোনোরকম স্বাস্থ্যবিধি না মেনেই পাঁচ/ছয়জন অফিস স্টাফ নিয়ে আলোচনায় ব্যস্ত তিনি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে শামছুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য আমার নমুনা দিয়েছিলাম। ২২ সেপ্টেম্বর রিপোর্টে করোনা পজিটিভ আসে। আজ দ্বিতীয়বার নমুনা দেওয়ার জন্য অফিসে এসেছি।’ স্বাস্থ্যবিধি না মেনে অফিস করছেন কেন?- প্রশ্নের উত্তর জানতে চাইলি তিনি তিনি সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। এ সময় সাংবাদিকদের দেখতে পেয়ে অন্যান্য স্টাফরা তার কক্ষ থেকে বের হয়ে যায়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইফুল্লাহ সজীব বলেন, ‘ইপিআই টেকনিশিয়ান শামছুদ্দিন করোনায় আক্রান্ত। তবে তার অফিস করার বিষয়ে আমি অবগত ছিলাম না। এখনই জানতে পারলাম যে, সে অফিসে আছে।’ শোকজ করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সাইফুল্লাহ সজীব।

বিজ্ঞাপন

অফিস করোনা আক্রান্ত টপ নিউজ টেকনিশিয়ান নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর